শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঢাবির ওয়েবসাইটে প্রযুক্তিগত সমস্যা, সাময়িকভাবে স্থগিত হলো ভর্তি আবেদন

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ৭:০৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী রোববার রাত আটটা পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) এ সংক্রান্ত একটি বার্তা দেখানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, গত সোমবার বিকেল পাঁচটায় ভর্তির আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তবে শুরু থেকেই ওয়েবসাইট জটিলতায় ভোগান্তিতে পড়ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা দীর্ঘক্ষণ করেও অনেকেই সফল হননি। বৃহস্পতিবারও সমস্যা প্রকট হওয়ায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইউএনবিকে জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে এটা হচ্ছে। সংশ্লিষ্টরা এটা নিয়ে কাজ শুরু করেছেন। শীঘ্রই বিষয়টি সমাধান হবে। ভর্তি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, অনেক বেশি আবেদনের অনুরোধ আসায় এই সমস্যা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ওয়েবসাইটে প্রদর্শিত একটি বার্তায় বলা হয়, ‘এখন পর্যন্ত মোট এক লাখ পাঁচ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। বর্তমান সিস্টেমে প্রচণ্ড চাপের কারণে আবেদনকারী শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। দুর্ভোগ কমানোর উদ্দেশ্যে আরও দুটি সার্ভার স্থাপনের কাজ আজ হতে আগামী রোববার রাত ৮টা পর্যন্ত চলবে। এসময় ভর্তির আবেদন গ্রহণ স্থগিত থাকবে বলে জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন