শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিল ২০ মার্চ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ৬:৫৮ পিএম

স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কাউন্সিল ২০২১ আগামী ২০ মার্চ শনিবার, সকাল ১০টায় ঢাকার গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম কবির আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাইসহ জাতীয় নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখবেন।

কেন্দ্রীয় কাউন্সিল বাস্তবায়নে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মুহাম্মাদ আশরাফ আলী আকন এর তত্বাবধানে সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবদুর রহমানকে আহ্বায়ক, সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমানকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কাউন্সিল বাস্তবায়ন কমিটিসহ বিষয় ভিত্তিক ১০টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন