ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর দক্ষিণ শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী কার্যক্রম পরিচালনা করেন।মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন এর পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী তিনটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যা সকল শাখাগুলোকে বাস্তবায়ন করতে বলা হয়। কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন এর ভিডিও বক্তব্য যা ইতিমধ্যেই প্রচার করা হয়েছে। বক্তব্যের আলোকে শ্রমিকদের জন্য যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করতে সমাজের সম্পদশালী বিত্তশালীদের প্রতি অনুরোধ জানাতে সর্বস্তরের নেতা কর্মীদেরকে আহ্বান জানানো হচ্ছে। ইসলামী শ্রমিক আন্দোলনের যে সকল শাখা ইফতার মাহফিলের ব্যবস্থা করতে পারবে তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করতে বলা হয়,সকল মসজিদের সম্মানিত ইমাম সাহেব গনকে শ্রমিকদের বহুবিধ সমস্যা বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে শ্রমিকগণ যে চরম মানবেতর জীবন যাপন করছেন সেই বিষয়টি এলাকার বিত্তশালী লোকদেরকে বুঝিয়ে সাহায্যের জন্য উদ্বুদ্ধ করতে ইমাম সাহেবদের কে অনুরোধ করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী শ্রমিক আন্দোলন (ঢাকা মহানগরী দক্ষিণ) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গরিব, অসহায়, কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত থাকেন ইসলামী শ্রমিক আন্দোলনের (ঢাকা মহানগর দক্ষিণ) সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঢাকা মহানগর ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মুফতি সিদ্দিকুর রহমান এবং ইসলামী শ্রমিক আন্দোলনের সহকারী সেক্রেটারি মোঃ হাজী গোলাম মাওলা। আরও সাংগঠিক সম্পাদক মোঃ ওমর ফারখ
মন্তব্য করুন