রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

দিনমজুর মিন্টু অবশেষে মুক্তি পেলেন

বিনা দোষে চার মাসের জেল

যশোর ব্যুরো ও বেনাপোল অফিস | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

শুধু নামের মিল থাকায় বিনা দোষে চার মাস জেলে ছিলেন একজন দিনমজুর। পুলিশের ভুলে এমন ঘটনা ঘটেছে যশোরের বেনাপোল দীঘিরপাড়ের।
বেনাপোলের দীঘিরপাড় গ্রামের আশরাফ আলী নামে ঋণ খেলাফী একজনের আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বেনাপোলের পোর্ট থানার এসআই মাসুম চৌকিদারকে নিয়ে ওই গ্রামে গিয়ে দিনমজুর আশরাফ আলী মিন্টুকে আটক করেন ২০২০ সালের ১৬ নভেম্বর। আটকের সময় দিনমজুরের পরিবার এবং দিনমজুর নিজে বারবার বলেছেন আমি সেই আশরাফ নই। আমার নামে কোন মামলা নেই। তারপরেও তাকে আটক করে জেলে পাঠানো হয়।
দিনমজুর কারাগারে গিয়েও বহুবার একই কথা বলেছেন। কিন্তু কেউ কর্ণপাত করেননি। অবশেষে ৪ মাস জেল খাটার পর বৃহস্পতিবার লিগ্যাল এইডের সহায়তায় আদালতের মাধ্যমে দিনমজুর মামলা থেকে খালাস পান এবং কারাগার থেকে মুক্তি পান।
বøাস্টের যশোর কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীর বলেন, আদালত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে আশরাফ আলী মিন্টুকে অব্যাহতি দেন।› তিনি আরো বলেন, পিতার নাম ও নামের প্রথম অংশ একই হওয়ায় পুলিশ তাকে আটক করেছিল। পুলিশ একটু সতর্ক হলে ও যাচাই করলে একজন নিরপরাধ মানুষকে চার মাস জেল খাটতে হতো না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন