নোয়াখালীর চাটখিল উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের শফি উল্যাহর ছেলে মো. হোসেন ইউনিয়ন পরিষদে সরকারি কাজে পরিষদের কর্মচারীকে বাধা দেয়ার দায়ে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা ওই দিনমজুরকে কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মো. হোসেন ৩নং পরকোট ইউনিয়ন কার্যালয়ে তালা মেরে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ পেয়ে পুলিশ তাকে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান। আদালত মো. হোসেনকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিনমজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার প্রার্থী হয়ে দীর্ঘ দুই বছরেও বিচার না পেয়ে ক্ষীপ্ত হয়ে এই ঘটনা ঘটায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন