নারায়ণগঞ্জের বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকায় গতকাল সকালে ডিবি পুলিশ পরিচয়ে ফয়েজ আহাম্মদ মিয়ার ছেলে আরমান আহাম্মেদ বাবুল নামে এক ঝুট ব্যবসায়ীকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে অপহৃত ঝুট ব্যবসায়ীর ছোট ভাই তারেক রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদী জানান, গতকাল সকালে অজ্ঞাত ৭-৮ জন লোক একটি গাড়ি নিয়ে বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকায় আসে। পরে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাবার সামনে থেকে বড় ভাইকে তুলে নিয়ে যায়। পরে ডিবি অফিসে যোগাযোগ করলে তারা জানায় এই নামে কাউকে গ্রেফতার করা হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন