শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আমেরিকার স্পাতে ৬ এশীয় নারী হত্যা : বর্ণ বিদ্বেষ?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৭ এএম

যুক্তরাষ্ট্রে জর্জিয়ার ৩টি স্পা সেন্টারে এক বন্দুকধারীর গুলিতে যে ৮ জন নিহত হয়েছে, তাদের মধ্যে অন্তত ৬ জন এশিয়ান নারী। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে ৪ জন আটলান্টার অকওয়ার্থের একটি ম্যাসাজ পার্লারে সংঘটিত হামলায় নিহত হয়েছেন। বাকি ৪ জন নিহত হয়েছেন শহরের অপর দু’টি পার্লারে।

চেরোকি কাউন্টি শেরিফের কার্যালয়ের ক্যাপ্টেন জে বেকার বলেছেন যে, উত্তর আটলান্টার চেরোকি কাউন্টির ‘ইয়ং এশিয়ান মেসেজ’ নামের একটি স্পায় গতকাল বিকেলে গুলিবর্ষণে ৪ জন নিহত ও একজন আহত হন। বেকার বলেন, ‘ওই দু’টি স্পায় হামলার ঘটনার তদন্তকারীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, তৃতীয় আরেক স্পাতেও গুলি চালিয়েছেন একই ব্যক্তি।’

আটলান্টার পুলিশ প্রধান রডনি ব্রায়ান্ট সাংবাদিকদের জানিয়েছেন যে, সন্ধ্যা ৬টার কিছু আগে ওই বিউটি স্পায় ‘ডাকাতি চলছে’ খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে ৩ নারীর মরদেহ উদ্ধার করা হয়। ব্রায়ান্ট বলেন, ‘ওই স্পায় হামলার ঘটনা নিয়ে পুলিশ যখন তদন্তকাজ চালাচ্ছিল, তখন একই সড়কের আরেকটি স্পা থেকে পুলিশকে ডাকা হয়। সেখানে গুলিতে নিহত আরেকজনের মরদেহ পাওয়া যায়।’

সম্প্রতি এশিয়ান-আমেরিকান বিদ্বেষমূলক অপরাধের ঘটনা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। এশিয়ানদের কারণে কোভিড-১৯ রোগের বিস্তার ঘটেছে বলে একটি ধারণা এসব বিদ্বেষের পেছনে ভ‚মিকা রেখেছে বলে ধারণা করছেন অনেকে। গত সপ্তাহেই একটি ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন এরকম হামলার নিন্দা জানিয়েছিলেন। এর মধ্যে, দক্ষিণ কোরিয়ার পররাষ্প্র মন্ত্রণালয় বুধবার নিহতদের মধ্যে ৪ জনকে তার নাগরিক জানিয়ে বিবৃতি দেয়ার পর অনেকে এই হত্যাকান্ডগুলিকে বর্ন বিদ্বেষী বলে আশঙ্কা করছেন।

এশীয় নারীদের লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে কি না, সে সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি পুলিশ। তৃতীয় স্পায় হামলায় এক শ্বেতাঙ্গ নারী ও এক শ্বেতাঙ্গ পুরুষ নিহত হন। তবে, এই হামলা বিষয়ে জর্জিয়ার সিনেটর রাফেল ওয়ার্নক মঙ্গলবার টুইট করেছেন, ‘আমরা আবারও দেখছি যে ঘৃণা প্রানঘাতি।’

পাশাপাশি, স্টপ এএপিআই হেট গ্রুপ একটি বিবৃতিতে জানিয়েছে যে, তাদের কাছে অন্তত ৩ হাজার ৮শ’ ঘৃণা এবং বর্নবাদমূলক ঘটনার তথ্য রয়েছে। এশিয়ান আমেরিকান সম্প্রদায়ের অনেকেই গত এক বছরে নিজেদের হামলার লক্ষ্যবস্তু হিসেবে অনুভব করেছিলেন। গ্রুপটি বলেছে, ‘আটলান্টায় আজ একাধিক এশীয় আমেরিকান নারীর উপর গুলি চালানো একটি অবর্ণনীয় ট্র্যাজেডি - প্রথম এবং সর্বাগ্রে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির জন্য, তবে এশিয়ান আমেরিকান সম্প্রদায়ের জন্যও, যারা গত বছর থেকে উচ্চ বর্ণবাদী হামলার ঘটনাগুলি পর্যায়ক্রমে শিকার হয়ে আসছে।’

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই হামলাকারীকে হেফাজতে নেওয়া হয়েছে। রবার্ট অ্যারন লং নামের ২১ বছর বয়সী এক ব্যক্তিকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে গতকাল রাত সাড়ে ৮টার দিকে ক্রিসপ কাউন্টি থেকে আটক করা হয়েছে। এদিকে, মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের মুখপাত্র কেভিন রওসন বলেছেন, হামলার ঘটনাগুলো তদন্তে আটলান্টা এবং চেরোকি কাউন্টির পুলিশকে সহায়তা করছেন তারা। সূত্র : দ্য গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন