শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাস্তুচ্যূত রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য জাপান সরকারের সহায়তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ৪:৫২ পিএম | আপডেট : ৫:২৩ পিএম, ১৮ মার্চ, ২০২১

মিয়ানমারের বাস্তুচ্যূত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় বাংলাদেশী জনগণের জন্য গত ৯ মার্চ ১ কোটি মার্কিন ডলার জরুরি অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মানবিক সহায়তা হিসেবে এ জরুরি অনুদানের মধ্যে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)-কে ৫০ লাখ মার্কিন ডলার, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-কে ৪৩ লাখ মার্কিন ডলার এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি)কে ৭ লাখ মার্কিন ডলার সরবরাহ করা হবে
আশা করা হচ্ছে, এ সহায়তা গুরুতর মানবিক পরিস্থিতিতে বসবাসরত বাস্তুচ্যুত ‘রোহিঙ্গা’র পাশাপাশি কক্সবাজারের স্থানীয় কমিউনিটির প্রায় ৩ লাখ ৪৫ মানুষের মাঝে খাদ্য বিতরণ, প্রায় ১৪ হাজার ‘রোহিঙ্গা’ এবং স্থানীয় জনগোষ্ঠীর পুনর্বাসন এবং ৯টি হাসপাতাল ও ৩টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা ও স্যানিটেশন সরঞ্জাম সরবরাহে অবদান রাখবে। এ অনুদানসহ জাপান ২০১৭ সালের আগস্ট থেকে কক্সবাজারে মানবিক সহায়তায় ১৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে। ঢাকাস্থ জাপান অ্যাম্বাসীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল একথা জানানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন