শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রিন্স উইলিয়াম ‘ব্যথিত’ বলে জানালেন হ্যারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৬ এএম

মঙ্গলবার বাবা প্রিন্স চার্লস ও ভাই প্রিন্স হ্যারির সাথে কথা বলেছেন ডিউক অব সাসেক্সে প্রিন্স হ্যারি। যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে এই তথ্য জানিয়েছেন হ্যারি-মেগান দম্পতির বন্ধু ও টেলিভিশন উপস্থাপক গেইল কিং। অপরাহ উইনফ্রেকে দেয়া বিতর্কিত সাক্ষাতকারের পরে এই প্রথম বাবা ও ভাইয়ের সাথে কথা বলেন হ্যারি।

এর আগে ৭ মার্চ কয়েক শ বছরের পুরোনো ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে বিস্ফোরক এক সাক্ষাৎকারে অনেক অজানা ও অপ্রিয় কথা শোনান হ্যারি-মেগান দম্পতি। রাজপরিবারের বর্ণবাদী ও কর্তৃত্বপরায়ণ আচরণ নিয়ে অভিযোগ তোলেন প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। হ্যারি অভিযোগ করেন, বাবা প্রিন্স চার্লস তার আর্থিক খরচ কমিয়ে দেন এবং যোগাযোগ বন্ধ করে দেন। ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গেও তার সম্পর্ক খারাপ হয়ে যায়।
হ্যারি ও মেগান রাজকীয় দায়িত্ব ছেড়ে এখন ক্যালিফোর্নিয়ায় আলাদা বসবাস শুরু করছেন। যুক্তরাষ্ট্রে সিবিএস টিভিতে হ্যারি-মেগানের সাক্ষাৎকারটি প্রচারিত হয়। ‘অপরাহ্ উইথ মেগান অ্যান্ড হ্যারি: এ সিবিএস প্রাইমটাইম স্পেশাল’ শিরোনামের বিশেষ টেলিভিশন শোতে মেগান অভিযোগ করেন, তার অনাগত সন্তানকে নিয়ে বর্ণবাদী কথা বলেন রাজপরিবারের একজন সদস্য।

এ বিষয়ে গেইল কিং বলেন, ‘তাদের অনুভ‚তি জানতে ফোন কল করেছিলাম। জেনেছি যে ওই সাক্ষাতকারের পর হ্যারি তার ভাই ও বাবার সঙ্গে কথা বলেছেন।’ তিনি আরও বলেন, ‘বাবা ও ভাইয়ের সঙ্গে কথার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ছিল না। তবে তারা আলোচনা শুরু করতে পেরে খুশি। তবে ওই সাক্ষাতকার প্রচারের পর রাজপরিবারের বর্ণবাদের বিষয়টি যেভাবে সংবাদের অ্যাজেন্ডা হয়েছে, তা নিয়ে তারা হতাশ।

ওই সাক্ষাৎকার প্রকাশের পর গত মঙ্গলবার রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, গত কয়েক বছর হ্যারি ও মেগানের জন্য কতটা সমস্যাপূর্ণ ছিল, তা পুরোটা জানতে পেরে পুরো পরিবার দুঃখ পেয়েছে। বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়, যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, বিশেষ করে বর্ণবাদের বিষয়টি উদ্বেগজনক। এগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। পারিবারিকভাবেই বিষয়গুলো সুরাহা করা হবে। সূত্র : এএফপি, ইনস্টাইল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন