বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখুন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৬ এএম

রমজান মাস সামনে রেখে দ্রব্যমূল্য না বাড়ানোর আহবান জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি বলেন, মূল্য স্থিতিশীল রাখতে হবে। ভোগ্যপণ্যের বিরাট অংশ চট্টগ্রাম হয়ে সারাদেশে সরবরাহ হয়। এজন্য এখানেই দাম স্থিতিশীল রাখতে হবে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা প্রত্যেকেই কিন্তু ভোক্তা। আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে চাই তাহলে আমাদের দায়িত্বশীল হতে হবে। রমজান সামনে রেখে সবাইকে সংযত হতে হবে। অন্যান্য দেশে রমজান এলে দ্রব্যমূল্যের দাম কমে। কিন্তু আমাদের দেশে বাড়ে। খাদ্যে ভেজাল দেয়া থেকে বিরত থাকারও আহবান জানান তিনি। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়াসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন