পবিত্র শবে বরাত উপলক্ষে বরিশালের চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন ওয়াজ মাহফিল শুরু হচ্ছে মঙ্গলবার। জামে স্টিমার ঘাট মসজিদের খতিব আলহাজ মাওলানা শরফউদ্দিন বেগের সভাপতিত্বে এ মাহফিলে আলহাজ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আলহাজ আবুল এরশাদ মো. সিরাজুম মুনির, আলহাজ মাওলানা মুফতী হেদায়েতুল্লাহ আজাদী, আলহাজ মাওলানা মুফতী দেলোয়ার হোসেন, মাওলানা মুফতী মুহিব্বুল্লাহ আল-মুঈন ও আলহাজ মাওলানা আবদুল গফফার ওয়াজ করবেন।
জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ হজরত মাওলানা মীর্জা নুরুর রহমান বেগ স্বাস্থ্যবিধি মেনে সকলকে এ ওয়াজ মাহফিলে যোগদানের অনুরোধ করেছেন।
মন্তব্য করুন