শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গণহত্যা দিবস পালনে জাবিতে মোমবাতি প্রজ্বলন

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২১, ৮:১৮ পিএম

২৫শে মার্চ গণহত্যা দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মোমবাতি জ্বালিয়ে গণহত্যার শিকার সকল শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়। এই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউট ও ছাত্রসংঠনকে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।

কর্মসূচীতে মুঠোফোনের মাধ্যমে যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘২৫শে মার্চের কালো রাত আমাদের জন্য এক ভয়ঙ্কর দিন। তাই এদিনকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার জোর দাবি জানান তিনি।’

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, কোষাধ্যক্ষ শেখ মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজসহ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন