শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

রাজধানীতে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ১০:০৩ পিএম

অবশেষে রাজধানীর যাত্রাবাড়ী থেকে রাত ৯ টার পর অবরোধ তুলে নিয়ে শিক্ষার্থীরা। এর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়।

এর আগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় মাদ্রাসা ছাত্ররা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের নিচে কুতুবখালী এলাকায় লাঠিসোটা হাতে অবস্থান নিয়েছেন মাদ্রাসার ছাত্ররা। কয়েকটি জায়গায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন তারা।

শুক্রবার বিকাল থেকেই ওই এলাকার সড়ক অবরোধ করেন শতাধিক মাদ্রাসা ছাত্র। তাদের সরিয়ে দিতে গেলে পুলিশ ও র‌্যাবের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৮-১০ জন সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, যাত্রাবাড়ীর কুতুবখালী অংশে মাদ্রাসা ছাত্ররা অবস্থান নিলেও পুলিশ সদস্যরা সেখান থেকে খানিকটা দূরে অবস্থান নিয়েছেন। যাত্রাবাড়ীর পূর্ব রসুলপুর এলাকার সড়কে যাত্রাবাড়ী থানার অন্তত ৫০ জন পুলিশ সদস্য অবস্থান নেয়।

ওয়ারী বিভাগের ডিসি শাহ ইফতেখার আহমেদ জানান, পুলিশের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৮-১০ জন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসা শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কসহ যাত্রাবাড়ীর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন জনসাধারণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
আবেদুর রহমান আবেদ ২৬ মার্চ, ২০২১, ১০:৪২ পিএম says : 1
সাব্বাশ, আলহামদুলিল্লাহ্ আমাদের প্রিয় মাদরাসার ছাত্ররাই পারবেন বুকের রক্ত ঢেলে দিয়ে কুরআনের অবমাননার যথার্থ প্রতিবাদ করতে
Total Reply(0)
Abdullah ২৬ মার্চ, ২০২১, ১১:২৭ পিএম says : 0
Why couldn't government invite a top leader of Indian Congress as indira Gandhi had contributed toward the independence. Or a different person other than killer modi. 98% people didn't want killer modi to come. Still government invited killer modi which clearly shows that killer modi and Bangladesh government both are on the same direction against local people and muslims. Would killer modi shoot down few of his people when pm. Of Bangladesh goes to India.
Total Reply(0)
AtikurRahman ২৮ মার্চ, ২০২১, ৮:৩৮ এএম says : 0
Ha ha ha
Total Reply(0)
আহ কি শান্তি ???? ২৯ মে, ২০২১, ১০:৪২ পিএম says : 0
আহ কি মজা????
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন