বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

রমজান মাসে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা ও পর্যাপ্ত সরবরাহ কাম্য

চি ঠি প ত্র

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ১২:০২ এএম

দ্বিতীয় দফায় ভয়ঙ্কর অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের তান্ডব যখন জনজীবনে নতুন করে আতঙ্কের সঞ্চার করেছে তখন আমাদের সামনে মুসলমানদের সর্বাপেক্ষা পবিত্র মাস ‘রমযান’। সংযমের মাস বলে অভিহিত হলেও দেশের নিত্য পণ্য ও ইফতার সামগ্রীর বাজারের এক শ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী মাসটিকে অনৈতিক মুনাফার উপলক্ষ্যে পরিণত করে। অসাধু ব্যবসায়ী ও মজুতদাররা সকল শ্রেণি-পেশার ক্রেতা ও ভোক্তাদের চাহিদাকে পুঁজি করে চাল, ডাল, তেল, মসলাসহ অধিকাংশ দ্রব্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে। এবার রমযান শুরুর একমাস আগেই চালের চড়া দাম যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ধারাবাহিকতা রক্ষারই প্রাথমিক বার্তা। পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান করার ব্যাপারটিও অনেকক্ষেত্রে অনুপস্থিত। যার দরুণ, সাধারণ মানুষের অভিযোগ, সরকারের অনুরোধ, নির্দেশ ও কঠোর হুঁশিয়ারির পরও থেমে থাকে না ভয়াবহ বাণিজ্য ভাইরাস ‘সিন্ডিকেট’ এর অপতৎপরতা। স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি ও তত্ত্বাবধানের চাপে নীতিবিবর্জিত ব্যবসায়ীদের অমানবিক কর্মকান্ড সাময়িক সময়ের জন্য বন্ধ থাকলেও সুযোগ পেলেই তারা স্বরূপে প্রত্যাবর্তন করে। আসন্ন পবিত্র রমযানসহ সারা বছর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর পর্যাপ্ত সরবরাহ ও মূল্যের স্থিতিশীলতা নিশ্চিতে প্রতিটি দোকানে নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন, স্থানীয় প্রশাসনের যথাযথ ও নিয়মিত তদারকি এবং অবৈধ সিন্ডিকেটভুক্ত অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রত্যাশা করছি।

আবু ফারুক
বনরুপা পাড়া, বান্দরবান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন