বাংলাদেশ পরিচালক সমিতিকে ঢাকা আন্ডার দ্যা স্টার ফিল্ম ফেস্টিভ্যাল নামে চলচ্চিত্র উৎসব যৌথভাবে আয়োজনের প্রস্তাবন দিয়েছে আমেরিকার অস্টিন ও লসেঞ্জেলেস আন্ডার দ্যা স্টার চলচ্চিত্র উৎসব কমিটি। চলচ্চিত্র উৎসব দুটির একমাত্র বাংলাদেশি বিচারক নোমান রবিনের মাধ্যমে সম্প্রতি প্রস্তাবনা সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের হাতে তুলে দেওয়া হয়। সমিতি প্রস্তাবে রাজি হলে মে মাসে ফেস্টিভ্যালের অন্যতম পরিচালক বাংলাদেশি বংশদ্ভুত মার্কিন অভিনেতা, প্রযোজক সাফাত ফারায়জি ঢাকায় আসবেন এবং বিষয়টিকে চূড়ান্ত করবেন। নোমান রবিন জানান, সারাবিশ্ব থেকে অসংখ্য চলচ্চিত্র জমা পড়ে এই উৎসবে। উৎসব কমিটিকে আমি আমাদের গৌরবময়য় ও ঐতিহ্যবাহী সংগঠনের সাথে যৌথভাবে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের প্রস্তাব দিলে তারা সম্মতি জ্ঞাপন করে। এখন বাকি চলচ্চিত্র সমিতি রাজি হলে উৎসব আয়োজন সম্ভব হবে। সাফাত ফারায়জি জানান, অস্টিন ও লসেঞ্জেলেসের চলচ্চিত্র উৎসব দুটি আমেরিকার তরুণ অভিনেতা, পরিচালক, প্রযোজক, লেখকরা আয়োজন করে থাকে, যা সারা রাত খোলা আকাশের নিচে, বিশাল পর্দায় আয়োজিত হয়ে থাকে। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৩টি বিভাগে নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। আশা করি, ঢাকাতেও এরকম একটি উৎসব আয়োজন করলে সারাবিশ্ব থেকে নির্মাতারা এফডিসিতে আসবেন। মুশফিকুর রহমান গুলজার বলেন, প্রস্তাবটি ভালো। নির্বাহী সদস্যদের মিটিংয়ে আমারা প্রস্তাবটি পেশ করব। সাধারণ সভায় যদি বিষয়টি সর্বসম্মতিক্রমে পাশ হয় তবে ২১-২২ সালের নির্বাচিত কমিটি এটি বাস্তবায়নের দায়িত্ব পাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন