শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কষ্টি পাথরের মূর্তি উদ্ধার পার্বতীপুরে

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

দিনাজপুরের পার্বতীপুরে কষ্টি পাথরের ৪০ মণের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়রা পুকুর খননকালে মূর্তিটি দেখে থানায় খবর দেয়। সংবাদ পেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ ও একদল পুলিশ গত বৃহস্পতিবার রাত ১১টায় গিয়ে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে। বৃহস্পতিবার উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী বড়দল গ্রামের শরপাহার মহিলা সমবায় সমিতির পুকুর খনন করার সময় প্রাচীনকালের কষ্টি পাথরের একটি মুর্তি পাওয়া গেছে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী বড়দল এলাকা থেকে বিষ্ণু কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে। তবে এটি কষ্টি পাথরের কি না তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ জানান, প্রায় ৪০ মণ ওজনের নিয়ম অনুযায়ী কষ্টি পাথরের মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে। কয়েকশ বছর আগে হিন্দু জমিদাররা পূজা অর্চনার জন্য বিষ্ণু মূর্তিটি তৈরি করেছিল বলে ধারণা করা হচ্ছে। ৪০ মন কষ্টি পাথরের মুর্তিটি পার্বতীপুর মডেল থানার হেফাজতে রাখা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন