শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এক কোটি মানুষ ভ্যাকসিন নিয়েছে জার্মানিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ১২:২৩ এএম

করোনাভাইরাসের টিকার সীমাবদ্ধতা নিয়ে নানা আলোচনা, সমালোচনার মধ্যেই জার্মানিতে এ ভ্যাকসিন নিয়েছে এক কোটি মানুষ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান বিষয়টি নিশ্চিত করেছেন। স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান শনিবার বলেন, টিকা নেওয়া এক কোটি মানুষের মধ্যে ৪৩ লাখ মানুষ উভয় ডোজ নিয়েছেন। যারা উভয় ডোজই পেয়েছেন তারা পুরোপুরি নিরাপদ। ২০২০ সালের ডিসেম্বর মাসের শেষ নাগাদ করোনা টিকা দেওয়া শুরু করে জার্মানি। টিকাদান কর্মসূচি শুরুর পরপরই সমালোচনার মুখে পড়ে দেশটি। যথেষ্ট টিকা মজুদ আছে কিনা, কাদের, কীভাবে টিকা দেওয়া হবে এসব বিষয়ে শুরুতে নিশ্চিত হতে না পারায় জনগণের মধ্যে হতাশা তৈরি হয়। তবে সব সংশয় কাটিয়ে ধীরে ধীরে টিকাদানের বিষয়টি এগিয়ে নিয়ে যায় দেশটি। টিকা গ্রহণকারীদের দৈনন্দিন চলাফেরায় বিধিনিষেধ শিথিল করার কথা ভাবছে কর্তৃপক্ষ। স্বাস্থ্যমন্ত্রী জানান, যারা এরইমধ্যে করোনা টিকার দুইটি ডোজই গ্রহণ করেছেন তারা পুরোপুরি নিরাপদ; এমনটা বিবেচনায় নিয়ে তাদের জীবনযাত্রা শিথিল করার বিষয়টি সরকার বিবেচনা করছে। ডিডাব্লিউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন