শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

করোনা নিয়ে রাজনীতি না করে জনগণের পাশে দাঁড়ান: বিএনপিকে ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২১, ২:১৭ পিএম

করোনা নিয়ে রাজনীতি না করে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি দলটিকে সরকারের অন্ধ সমালোচনা না করে গঠনমূলক পরামর্শ দেয়ারও আহ্বান জানিয়েছেন।

শনিবার (১০ এপ্রিল) সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় বিএনপির প্রতি এমন আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ‘সরকার যেকোনো গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়।’

কাদের বলেন, ‘সরকারের বিরুদ্ধে বিএনপি প্রতিদিন মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজাবে, গুজব ছড়াবে, উসকানি দেবে। আর এসবের জবাব দিলে বিএনপি নেতাদের গাত্রদাহ হয়। আসলে সবকিছু নিয়ে রাজনীতি করা এবং রাজনৈতিক বাতাবরণ দিয়ে বিতর্কিত করাই এখন বিএনপির রাজনীতি।’

তিনি আরও বলেন, ‘বিএনপি করোনার টিকা নিয়েও অপরাজনীতি করেছে। এখন লকডাউন নিয়ে নানান অপপ্রচার ও উসকানি দিচ্ছে। বিএনপির অপরিণামদর্শী বক্তব্য ও উসকানিতে অনেকে স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন, ‘সমালোচনার তীর ছোড়া আর মিথ্যাচারের বিষবাস্প ছড়ানো ছাড়া বিএনপি করোনাকালে জনকল্যাণে কী করেছে? কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করেছে?’

ওবায়দুল কদের বলেন, ‘সকালে ঘুম থেকে জেগেই বলেন সরকারের সমন্বয় নেই। যেখানে মহামারি নিয়ন্ত্রণে বিশ্বের উন্নত দেশগুলোও যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশে শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অবিরাম কাজ করে যাচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূলে গড়ে তোলা হয়েছে শক্তিশালী নেটওয়ার্ক।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Tareq Sabur ১০ এপ্রিল, ২০২১, ৩:১৪ পিএম says : 0
বিএনপি জনগনের পাশে দাড়াবে আর তোমরা লীগের সোনার ছেলেরা করোনার বাজেটের হাজার হাজার কোটি টাকা পকেটে ঢুকাইবা! ..... কয় কি!! মানুষ কিছু বুঝে না!!!
Total Reply(0)
।।শওকত আকবর।। ১০ এপ্রিল, ২০২১, ৪:০০ পিএম says : 0
এই করোনার মধ্যেও রাজনিতী করার!?সাহস কত!?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন