শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইচ্ছামতো ধর্ম গ্রহণ ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

১৮ বছরের বেশি বয়সী যে কোনো নাগরিক তার ইচ্ছামতো ধর্ম গ্রহণ করতে পারবে বলে সংবিধানে অধিকার দেয়া রয়েছে বলে জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার ভারতের উচ্চ আদালতে অশ্বিন উপাধ্যায় নামে আইনজীবীর আবেদনের প্রতিউত্তরে এমন মন্তব্য করেছেন। এছাড়া এ বিষয়ে ‘এরকম ক্ষতিকর’ পিটিশন করার জন্য নিন্দাও জানিয়েছে আদালত। অশ্বিনের আবেদন ছিল, ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্মান্তরকরণ বন্ধের জন্য সর্বোচ্চ আদালত কেন্দ্র ও রাজ্যগুলোকে যেন নির্দেশ দেয়। সংবিধান বিরোধী এমন আবেদন করায় অশ্বিনের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণকে নিন্দা জানিয়েছেন বিচারপতি আর এফ নরিম্যান, বি আর গাভাই ও ঋষিকেশ রায়কে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ। বিচারপতিরা বলেন, একজন সিনিয়র আইনজীবী হওয়ার পরও সংবিধানে নাগরিকদের অধিকারের বিষয়ে জানা নেই আপনার। যদি না জানেন তাহলে আবেদনকারীর প্রতিনিধিত্ব করার আগে তা জেনে নিতে পারেন। এভাবে আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা আপনার এবং আপনার নিয়োগকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারি। দ্য হিন্দু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন