শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সুন্দরগঞ্জে ৩ ড্রেজার মেশিন জব্দ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে আবাদি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩টি ড্রেজার মেশিন ও প্রায় এক লাখ টাকার পাইপ জব্দসহ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার প্রায় সাড়ে ৪ ঘণ্টাব্যাপী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা করেন।

আনসার সদস্যদের নিয়ে এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ জানান, স্থানীয়দের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়েছি। এতে ৩টি ড্রেজার মেশিন ও প্রায় এক লাখ টাকার পাইপ জব্দসহ একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন