শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গজারিয়ায় বৃষ্টির জন্য ইস্তেখারা নামাজ আদায়

গজারিয়া (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গ্রীষ্মের দাবদাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তেখারা নামাজ আদায় করেছেন এলাকাবাসী। গত রোববার সকালে উপজেলার ইমামপুরা ইউনিয়নের বাগাইকান্দি গ্রামে মুসল্লিরা এ নামাজ আদায় করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ষোলআনী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিদ্দিকুর রহমান।

নামাজে উপস্থিত মুসল্লি ষোলআনী গ্রামের হাফেজ জানান, যেকোনা প্রয়োজনে বিপদ-আপদে আল্লাহর কাছে প্রার্থনা করলে তিনি দোয়া কবুল করেন। এ বছর প্রচন্ড দাবদাহে স্বাভাবিক জীবন অতিষ্ঠ। একই সঙ্গে ফসলের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এই অবস্থায় বিশ্বনবী (সা.)’র সুন্নত অনুযায়ী আল্লাহর কাছে এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এই নামাজ আদায় করা হলো। ষোলআনী, বাগাইকান্দি, আধারমানিক, দৌলতপুর ও ইমামপুরসহ বিভিন্ন গ্রামের হাজারো মানুষ এ নামাজে অংশগ্রহণ করে দোয়া কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন