মহামারী করোনার বিস্তার রোধে স্বাস্থ্য সেবা বিভগের সব প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপন ও মন্ত্রিপরিষদ বিভাগের গত সোমবারের স্মারকের আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ সব অধিদফতর, দফতর, প্রতিষ্ঠান এর আওতাধীন সব হাসপাতাল আগামী ২১ এপ্রিল পর্যন্ত যথারীতি খোলা থাকবে বলে জানিয়েছে। এই সময়ে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ সকল অধিদফতর, দফতর, প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীরা আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং স্বাস্থ্য বিধি মেনে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
গতকাল মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন