শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলের ক্ষেপণাস্ত্র কারখানায় বিস্ফোরণ

বিমান হামলার প্রতিবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ল আসাদবাহিনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ১২:১৪ এএম

মধ্য ইসরাইলের রামেল সিটিতে অবস্থিত ‘তুমের’ ক্ষেপণাস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরাইল ডেইলির এক প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। বিস্ফোরণ সম্পর্কে হারেজৎ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নির্মাণের জন্য নিয়মিত পরীক্ষার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। কারখানাটিতে মিসাইলে রকেট ইঞ্জিনের ব্যবহার ও উন্নয়ন নিয়ে গবেষণা চলছিল। প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের ঘটনায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি কর্তৃপক্ষ। রামেলের অধিবাসীরা পত্রিকাটিকে বলেছেন, তারা বিকশ শব্দের বিস্ফোরণ শুনেছেন এবং মাশরুমের মতো ধোঁয়ার আস্তরণ আকাশে উড়তে দেখেছেন। ইসরাইলি সাংবাদিক এডি কোহেন নিজের টুইটার পেজে বিস্ফোরণের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে জানিয়েছেন, মঙ্গলবার এই বিস্ফোরণ ঘটেছে। অপর এক খবরে বলা হয়, সিরিয়ায় বিমান হামলার প্রতিবাদে ইসরাইলের মধ্যাঞ্চল ও জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আসাদবাহিনী। তবে তেল আবিবের দাবি, সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে বিমান হামলা চালানো হয়েছে। তবে কারা আগে হামলা চালিয়েছে সে বিষয়টি পরিষ্কার নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে দামেস্কসহ দুটি শহর লক্ষ্য করে প্রথমে বিমান হামলা চালায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। এ সময় নিজস্ব আকাশ প্রতিরক্ষার মাধ্যমে তা প্রতিহত করে সিরীয় সেনারা। এর কিছুক্ষণ পর ইসরাইলের মধ্যাঞ্চল ও জেরুজালেমের কাছে একের পর এক হামলা চালায় আসাদবাহিনী। এসব হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কিছ্ইু জানা যায়নি। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরাইলের বিভিন্ন জায়গায় জরুরি সাইরেনের শব্দ শোনা যায়। আনাদোলু, আল-জাজিরা, হারেৎজ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
বিসর্জন আরিফ ২৩ এপ্রিল, ২০২১, ১:৫৩ এএম says : 0
ভাল ভাবে আবার চালানো উচিৎ
Total Reply(0)
আহাসান হাবিব চুন্নু সিকদার ২৩ এপ্রিল, ২০২১, ১:৫৩ এএম says : 0
চেষ্টা চালিয়ে যান। ইনশাআল্লাহ সফলতা আসবে।
Total Reply(0)
Mdtareq Mdtareq ২৩ এপ্রিল, ২০২১, ১:৫৪ এএম says : 0
ইসরায়েলের পতন অতি সন্নিকটে ফিলিস্নি মুসলমানদের হেফাজত করার মালিক আল্লাহ্ ইরানের কাছে ইসরায়েল ধবংশ দেখব খুব শিগগিরই
Total Reply(0)
Shaheen Tarafder ২৩ এপ্রিল, ২০২১, ১:৫৪ এএম says : 0
ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যে অকার্যকর এই হামলার মাধ্যমে আবার প্রমানিত হলো।
Total Reply(0)
Sentu Munshi ২৩ এপ্রিল, ২০২১, ১:৫৫ এএম says : 0
আর কত অপেহ্মা,ইসরাইলের ধ্বংশ দেখব বলে আশা রাখি,একদিন জায়গা মত অবশ্যই পড়বে,ইনশাআল্লাহ্।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন