শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারত থেকে বিমানে নিষেধাজ্ঞা লন্ডন বিমানবন্দরের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

শুক্রবার থেকেই ভারতীয় বিমানযাত্রীদের লাল তালিকা ভুক্ত করতে চলেছে ব্রিটেন। ভারতে কোভিডের বাড়বাড়ন্তের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। এরপরই শুক্রবারের আগে ভারত থেকে অতিরিক্ত বিমান লন্ডনের হিথরো বিমানবন্দরে নামতে দিতে নারাজ ব্রিটেন। হিথরো বিমানবন্দরের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভারত থেকে অতিরিক্ত বিমান এই মুহূর্তে নামার অনুমতি দেওয়া যাবে না। ভারতে চিহ্নিত করোনাভাইরাসের ভারিয়েন্ট ব্রিটেনে ১০০ জনের শরীরে পাওয়ার পরই দেশের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক সোমবারই জানিয়ে দেন, শুক্রবার থেকে ভারতীয়রা বিমানপথে আর প্রবেশ করতে পারবেন না ব্রিটেনে। এর পরেই ব্রিটেনে কর্মরত ভারতীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। প্রচুর ভারতীয় ব্রিটেনে ফেরার চেষ্টা করছেন। এই অবস্থায় অতিরিক্ত বিমান নামার অনুমতি নাকচ করেছে হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সংসদে জানিয়েছেন, অত্যন্ত কঠিন কিন্তু সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে। এই সিদ্ধান্তের দেরে ব্রিটিশ বা আইরিশরা ছাড়া ভারত থেকে কেউই ব্রিটেনে ঢুকতে পারবেন না। এরপরই ব্রিটেনে যাওয়ার হিড়িক পরে প্রবাসী ভারতীয়দের মধ্যে। কিন্তু হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ অতিরিক্ত বিমান নামার অনুমতি দিতে নারাজ। বিভিন্ন এয়ারলাইন সংস্থা আবেদন করে হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষকে। সূত্র : নিউজ১৮।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন