কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশ হেফাজতে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার ক্যামেরাপারসন নাজমুস হাসিবকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা।
গতকাল বেলা ১২টায় কুমারখালী শহরের বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন হাসিবের সহকর্মীরা।
এসময় অনলাইন ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তিতাস, সহ-সভাপতি মুন্সী শাহীন আহম্মেদ জুয়েল, কুমারখালী কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহীন, সাধারণ সম্পাদক লিপু খন্দকার, এটিএন বাংলার কুষ্টিয়া প্রতিনিধি কে এইচ তুহিন আহম্মেদ, দীপ্ত টিভির কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, যমুনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, দৈনিক সত্যখবর পত্রিকার বার্তা সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, ভয়েস অব কুষ্টিয়ার নির্বাহী সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভ, বাংলাদেশ টুডে ও আজকের পত্রিকার কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা থানা হাজতে সাংবাদিক নির্যাতনের ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে আখ্যায়িত করেন এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সাংবাদিক নির্যাতনের বিষয়ে জানতে চাওয়া হলে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) রাকিব হাসান জানান, যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে তাকে (নাজমুস হাসিব) আটক করা হয়। থানায় নিয়ে এসে তাকে নির্যাতনের অভিযোগ সঠিক নয়।
প্রসঙ্গত, বুধবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামে আওয়ামী লীগের দুই গ্রæপের সংঘর্ষে এক পুলিশসহ তিনজন আহত হন। এ ঘটনায় পুলিশ এটিএন বাংলার ক্যামেরা পারসন হাসিবসহ নয়জনকে আটক করে। বৃহস্পতিবার আটককৃত নয়জনকে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত হাসিবের জামিন আবেদন মঞ্জুর করেন। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন