শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে রায়হান হত্যা মামলা: এসআই আকবরসহ অভিযুক্ত ৬

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১২:১৪ পিএম

অবশেষে সিলেটে পুলিশ হেফাজতে রায়হান আহমদের মৃত্যুর সাত মাস পর হত্যা মামলার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

এতে প্রধান আসামি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে আকবরসহ পাঁচজনই বরখাস্ত হওয়া পুলিশ সদস্য।

আদালত পুলিশের প্রসিকিউশন শাখার কাছে বুধবার বেলা ১১টার দিকে অভিযোগপত্র জমা দেয়া হয়েছে বলে জানান পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) খালেদ-উজ জামান।

তিনি জানান, পুলিশের প্রসিকিউশন শাখার কর্মকর্তারা এটি ভার্চুয়াল আদালতে উপস্থাপন করবেন।

খালেদ বলেন, রায়হান হত্যায় এসআই আকবর ছাড়া অন্য অভিযুক্তরা হলেন সহকারী উপপরিদর্শক আশেকে এলাহী ও হাসান উ‌দ্দিন, কনস্টেবল হারুনুর রশিদ ও টিটু চন্দ্র দাস এবং সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান। এর মধ্যে নোমানই পলাতক; অন্যরা কারাগারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন