শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১১:২৯ পিএম

খুলনায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন এবং সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার মহানগরীর খালিশপুর বিআইডিসি সড়ক এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, নোংরা, অস্বাস্থ্যকর ও খোলা পরিবেশ সেমাই উৎপাদন এবং সংরক্ষণের অপরাধে খালিশপুর বিআইডিসি রোডের ভূঁইয়া ফুড ইন্ডাস্ট্রিজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে খালিশপুর বিআইডিসি রোডের মেসার্স সোনালী ফ্লাওয়ার মিলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন