বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কলাপাড়ায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ

উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ৮:০০ পিএম

পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া মহল্লায় আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সামনের বাসিন্দাদের সাথে আনসার সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। আনসার ব্যাটালিয়ন সদস্যদের ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় নারীসহ নয় জন আহত হয়েছে। এর মধ্য নুরআলম (৪০) ও তানিয়াকে (২৫) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজর পর এ ঘটনা ঘটে। আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সামনের বাসিন্দারা স্থানীয় মসজিদের জন্য বনের দুটি গাছ কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। প্রায় আধাঘণ্টা দু পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে কলাপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিন আনসার সদস্য আহতের দাবি করলেও কেউ নাম জানায়নি। স্থানীয়দের অভিযোগ, আনসার ক্যাম্প বাউন্ডারির মসজিদটি তাঁরা নির্মাণ করেন ১৯৮৯সালে। করোনা পরিস্থিতির কারণে ওই মসজিদে বাইরর লোকজনকে নামাজ পড়তে নিষেধ করা হয়। যার প্রেক্ষিত বেড়িবাঁধের বাইরের বাসিন্দারা একটি পাঞ্জেগানা মসজিদ তৈরি করেন। সেখানকার মসজিদ ঘরের সমস্যার জন্য বনবিভাগর দুইটি গাছ কাটছিল। ওই গাছ কাটতে বাধা দেন আনসার সদস্যরা এবং আবুল কালাম নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে মারধর করা হয়। এখনর ছড়িয় পড়লে উত্তেজিত জনতা আনসার সদস্যদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয় এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের হাসপাতাল পাঠায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, ঘটনার পরবর্তীতে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধান করা হয়েছে উভয় পক্ষেরই লোকজন সামান্য আহত হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন