শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলে হামাসের ৮০০ রকেট নিক্ষেপ, মৃত্যু ৪

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২১, ১:১৮ পিএম

ফিলিস্তিনের গাজা থেকে নিক্ষিপ্ত রকেটের আঘাতে ইসরাইলে চারজনের মৃত্যু হয়েছে। আর গত সোমবার থেকে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সদস্যরা ইসরাইলে ৮০০ রকেট নিক্ষেপ করেছে। ইসরাইলি মিডিয়ার উদ্ধৃতি দিয়ে জেরুসালেম পোস্ট এ খবর প্রকাশ করেছে।

জেরুসালেম পোস্ট জানায়, বুধবার ভোরে গাজা উপত্যকা থেকে নিক্ষেপ করা একটি রকেট তেল আবিবের লড এলাকায় একটি বাড়িতে আঘাত হানলে ৪০-ঊর্ধ্ব এক লোক ও একটি মেয়ে মারা যায়। এছাড়া আত্মরক্ষার জন্য পালাতে গিয়ে ৫০-ঊর্ধ্ব এক নারী ও ৮৫ বছর বয়স্ক এক ব্যক্তি পড়ে গিয়ে মারা গেছেন।

মঙ্গলবার সারা রাতই তেল আবিবে সতর্কতামূলক সাইরেন শোনা যেতে থাকে।

এদিকে ইসরাইলি বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে। ইসরাইলি বাহিনী দাবি করেছে, তারা গাজার হামাসের বিভিন্ন স্থাপনাকে বিশেষভাবে টার্গেট করেছে।

তবে হামাস তাদের রকেট নিক্ষেপ অব্যাহত রাখার দাবি করেছে। হামাসের সামরিক শাখা ইজাদিন আল-কাসাম ব্রিগেড দাবি করেছে, তারা বুধবার সকালে তেল আবিবকে লক্ষ করে শতাধিক ও বীরসেবাকে লক্ষ করে ১০০ রকেট নিক্ষেপ করেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী বেনি গানটজ মঙ্গলবার রাতে এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেছেন, আরো কিছু সময়ের জন্য সহিংসতা অব্যাহত থাকবে।

সূত্র : জেরুসালেম পোস্ট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
md. Ashraful Islam ১২ মে, ২০২১, ২:০৯ পিএম says : 0
দু একটা রকেট ছাড়া সবগুলা রকেট প্রতিহত করতে সক্ষম হয়েছে তেল আবিব। হামাসের উচিত এমন কোন ক্ষেপণাস্ত্র তৈরি করা যা তারা প্রতিহত করতে পারবে না।
Total Reply(0)
Mehedi Hasan ১২ মে, ২০২১, ৪:৩৭ পিএম says : 0
এখন যদি আরব দেশ গুলো সম্মিলিত ভাবে ইহুদিদের আক্রমণ করে। ইহুদিরা সত্যি পরাজিত হবে।
Total Reply(1)
প্রবাসী-একজন ১২ মে, ২০২১, ১০:৩১ পিএম says : 0
নির্যাতিত ফিলিস্তিনিদের সামরিক সহায়তা বাংলাদেশ কখনো দিয়েছে কি?
Mujib Shiraj ১২ মে, ২০২১, ৪:৩৭ পিএম says : 0
আরো বেশি রকেট মেরে দখলদার ইসরাইলকে ধ্বংস করে দিতে হবে।
Total Reply(0)
MD Alamin Khan Alo ১২ মে, ২০২১, ৪:৩৮ পিএম says : 0
প্রতি দিন আট হাজার রকেট নিক্ষেপ করা উচিত,পারলে আরো ভয়ংকর কিছু করা উচিত।
Total Reply(0)
Niamat Khan ১২ মে, ২০২১, ৪:৩৮ পিএম says : 0
হামাস কে অস্র দিয়ে সহযোগিতা করা প্রত্যেকটি মুসলিম দেশের ঈমানি দায়িত্ব হয়ে দারিয়েছে।
Total Reply(0)
হেদায়েতুর রহমান ১২ মে, ২০২১, ৪:৩৯ পিএম says : 0
ইজরাইল এর প্রতিরক্ষা ব্যবস্থা খুবই উন্নত।অধিকাংশ রকেট তারা আকাশেই ধ্বংস করে ফেলে।এজন্য আরব দেশগুলোকে সম্মিলিত ভাবে চারদিক থেকে আক্রমন পরিচালনা করা উচিত।যাতে ইজরাইলকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়।
Total Reply(0)
Mijanur Rahman Hasan ১২ মে, ২০২১, ৪:৩৯ পিএম says : 0
আলহামদুলিল্লাহ সমস্ত মুসলিম দেশের উচিত ফিলিস্তিনিদের‌ অস্ত্র সরবরাহ সাহায্য করা।
Total Reply(0)
Engr Morshed Sarker ১২ মে, ২০২১, ৪:৪২ পিএম says : 0
মুসলিম বিশ্ব চুপ কেন?শুধু তীব্র প্রতিবাদ আর ঘৃণা জানানো কোন মুসলিম দেশের নীতি হতে পারে না।ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে মুসলিম দেশ গুলোকে থাকতে হবে সব ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে।
Total Reply(0)
EHSAN ELAHI JAHIR ১২ মে, ২০২১, ৪:৪৯ পিএম says : 0
বৃটিশ সাম্রাজ্যবাদের আবিষ্কৃত বেলফোরকে অবৈধ ঘোষণা করতে হবে। আমেরিকার ইহূদী তোষণ নীতি প্রত্যাখ্যান করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে চাপ প্রয়োগ করতে হবে। সর্বোপরি মুসলিম বিশ্বের সম্মিলিত প্রতিরোধ ফিলিস্তীনীদের ভূখণ্ড রক্ষায় সহায়ক হবে। ওআইসি-আরবলীগ ব্যাঘ্রহুংকারে গর্জে উঠে ইহূদীদ-খৃষ্টানদের তখতে তাঊস প্রকম্পিত করে তোল। আল্লাহ তোমাদের সহায় হৌন- আমীন!
Total Reply(0)
Ebrahim ১২ মে, ২০২১, ১১:২৪ পিএম says : 0
আক্রমন করা উচিৎ সম্মিলিত ভাবে। আল্লাহ মুসলিমদের সহায় হন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন