শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনায় কোয়ারেন্টাইনে পুলিশ কর্তৃক তরুণীকে ধর্ষণের প্রমাণ পেয়েছে কেএমপি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৭ মে, ২০২১, ৮:১৪ পিএম

খুলনা পিটিআই কেন্দ্রে ভারত ফেরত কোয়ারেন্টাইনে থাকা তরুণীকে (২২) এএসআই মোখলেছুর রহমান ধর্ষণ করেছেন বলে প্রাথমিক তদন্তে সত্যতা পেয়েছে কেএমপি।

আজ সোমবার রাতে কেএমপি'র মিডিয়া সেল থেকে প্রেরিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে খুলনা সদর থানায় নির্যাতিত তরুণী বাদী হয়ে মামলা (নং-১৩, ১৭-৫-২০২১ইং) দায়ের করেন। নির্যাতিত তরুণী খুমেক হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, অভিযুক্ত এএসআই মোখলেছুর রহমানকে সাময়িক বরখাস্ত করে গ্রেফতার করা হয়েছে। আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কোর্ট অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি খুলনার পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন। অভিযুক্ত মোখলেছুর রহমান (৪৪) যশোর সদরের দৌলদিহি এলাকার মৃত মোঃ সেকেন্দার আলীর ছেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Rafi Hasan Palash ১৭ মে, ২০২১, ৯:২৫ পিএম says : 0
সেই পুলিশের ছবিটা তো খবরে দেয়া প্রয়োজন।
Total Reply(0)
Anupom Biswas ১৭ মে, ২০২১, ৯:২৯ পিএম says : 0
দোষী প্রমাণিত হলে কঠিন শাস্তি দেওয়া হোক।
Total Reply(0)
Anupom Biswas ১৭ মে, ২০২১, ৯:২৯ পিএম says : 0
দোষী প্রমাণিত হলে কঠিন শাস্তি দেওয়া হোক।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন