ভয়াবহ মহামারী করোনার মধ্যেও স্বর্ণ চোরাচালানীরা থেমে নেই। যশোরের সীমান্তপথে অভিনব কৌশলে ভারতে স্বর্ণপাচারের চেষ্টা অব্যাহত রেখেছে তারা। এটি বিজিবির হাতে স্বর্ণ আটকের ঘটনা থেকেই প্রমাণিত। শুধুমাত্র যশোর বিজিবি করোনার মধ্যে এই পর্যন্ত প্রায় ৩ কোটি টাকার স্বর্ণসহ ১৮ জন চোরাচালানিকে আটক করেছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, বিজিবিএম, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হচ্ছে।
তার কথা, কোভিড-১৯ এর মধ্যেও যশোর ব্যাটালিয়ন গত ২০২০ সালে ৪১.৭২২ কেজি স্বর্ণ, আসামী ১৩ জন এবং ২০২১সালে ৭.৩০৩ কেজি স্বর্ণ, আসামী ০৫ জনসহ সর্বমোট ৪৯.০২৫ কেজি স্বর্ণ এবং আসামী ১৮ জন আটক করতে সক্ষম হয়। বাংলাদেশী টাকায় যার মূল্য ৩২,৯০,৬২,৩৪০/- (বত্রিশ কোটি নব্বই লক্ষ বাষট্টি হাজার তিনশত চল্লিশ) টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন