শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ যাত্রী আটক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৫ এএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। আনোয়ার হোসেন নামের আটক ওই যাত্রীর কাছ থেকে চারটি স্বর্ণের বার এবং ১১০ গ্রাম স্বর্ণের অলংকার জব্দ করা হয়েছে।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর গণমাধ্যমকে বলেন, শুক্রবার রাতে বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই থেকে আসেন আনোয়ার হোসেন। শুল্ক ফাঁকি রোধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরে অবস্থান নেয়।

এ সময় তাকে তল্লাশি করে ৪টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৪৬৪ গ্রাম। এছাড়া স্বর্ণের অলংকার ছিল ১১০ গ্রাম। এছাড়া মলদ্বারে বিশেষ পদ্ধতিতে লুকানো আরও ১০১০ গ্রাম স্বর্ণ পাওয়া গেছে।

তিনি বলেন, এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে মামলা করে থানায় পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন