শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতীয় বার্জ আরব সাগরে ডুবে গেল, উদ্ধার ১৭৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ১২:০২ এএম

আরব সাগরে ডুবে গেল ভারতীয় বার্জ। উদ্ধার করা হয়েছে ১৭৭ জনকে। এখনও খোঁজ মিলছে না অনেকের। সেইসঙ্গে আরও তিনটি বার্জ এখনও মুম্বাই উপক‚ল বরাবর মাঝসমুদ্রে আটকে পড়েছে। সাহায্য এবং উদ্ধারের জন্য ইতিমধ্যে একাধিক হেলিকপ্টার, রণতরী নামিয়েছে ভারতীয় নৌবাহিনী। মঙ্গলবার সকালে ভারতীয় নৌবাহিনীর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়, সকাল ৬টা পর্যন্ত পি৩০৫ বার্জ থেকে প্রথমে ১৪৬ জনকে উদ্ধার করা হয়েছে। ১১১ জনকে উদ্ধার করেছে আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা। অত্যন্ত উত্তাল সমুদ্র থেকে ১৭ জনকে উদ্ধার করেছে গ্রেটশিপ আহিল্যা এবং ১৮ জনকে উদ্ধার করেছে ওএসভি ওসেন এনার্জি। পাশাপাশি মঙ্গলবার সকালেই পি-৮১ লং রেঞ্জ নজরদারি বিমান মোতায়েন করা হয়েছে। কয়েকজনকে ইতিমধ্যে হেলিকপ্টারে করে সুরক্ষিত জায়গায় ফিরিয়ে এনেছে নৌবাহিনী। পরে সকাল ১১ টা নাগাদ নৌবাহিনীর তরফে জানানো হয়, মোট ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। খবরে বলা হয়, উদ্ধারকাজের জন্য ভেসেল মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী। একটি বিবৃতিতে নৌবাহিনীর মুখপাত্র জানিযেছেন, মাঝসমুদ্রে আটকে পড়া সাগর ভ‚ষণ নামে একটি বার্জকে সাহায্যের জন্য যাচ্ছে আইএনএস তলওয়ার। তাতে ১০১ জন আছে। সেই বার্জের কাছাকাছি এসএস-৩ নামে আরও একটি বার্জ আটকে পড়েছে। পিটিআই।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন