শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আগের নিয়মেই জাবির ভর্তি পরীক্ষা

জাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ মে, ২০২১, ১২:০০ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত বছরের নিয়মেই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে, ভর্তি পরীক্ষা আগের নিয়মেই হবে। ভর্তি পরীক্ষার আবেদন ফিও গতবছরের মতই থাকবে। এছাড়া এ বছরও সুযোগ পাবে সেকেন্ড টাইমের পরীক্ষার্থীরা। ভর্তি পরীক্ষার তারিখ নির্দিষ্ট হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, ‘করোনা পরিস্থিতি ‘পুনর্বিবেচনা’ করে ভর্তি পরীক্ষার চ‚ড়ান্ত তারিখ পরে নির্ধারণ করা হবে।
এর আগে ভর্তি প্রক্রিয়ার ফরমের ম‚ল্যবৃদ্ধি ও দুই ধাপে বাছাই প্রক্রিয়ার সিদ্ধান্ত গ্রহণ করে জাবি। বিভিন্ন অনুষদের ফর্মের দাম ৪০০ ও ৬০০ টাকা থেকে যথাক্রমে ৭৫৫ ও ১১৫৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল। পরে সমালোচনার মুখে এই সিদ্ধান্ত স্থগিত করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন