শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাবি ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৩৮.৯ শতাংশ

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ২:৩২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। রাবির এই ইউনিটটিতে ৩৮ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে এই ফলাফল প্রকাশিত হয়। ভর্তির পরীক্ষার কো-অর্ডিনেটর এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহেদ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ছিল ৮৮ শতাংশ। এই ইউনিটের পাসের হার ৩৮ দশমিক ৯ শতাংশ।’

শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে Admission.ru.ac.bd লগ-ইন করে রাবি ‘সি' ইউনিটের ফল দেখতে পারবেন।

প্রসঙ্গত , রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ১ হাজার ৫৫৮টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন করেছিলেন ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু। চার শিফটে নেওয়া পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৮ শতাংশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন