বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় আজ করোনা শনাক্ত ৭৩, মৃত্যু ২

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ১১:৫৯ পিএম

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ আরও দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন খুলনা মহানগরীর টুটপাড়া এলাকার আমসুউদ্দীন আহমেদ (৭৫), তিনি আজ সন্ধ্যায় মারা গিয়েছেন। অপরজন নগরীর বাগমারা এলাকার খান আব্দুল মান্নান (৬৯)। তিনি আজ রাতে মারা যান। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে ২৫২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা হাসপাতালে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। রেডজোনে ৪৭ জন এবং ইয়োলো জোনে ২২ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ছয়জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। খুমেক পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, ৩৭৬ জনের করোনা পরীক্ষায় ৭৩ জনের পজিটিভ এসেছে।

এরমধ্যে খুলনা মহানগরী ও জেলার ৫২ জন রয়েছেন। এছাড়া বাগেরহাটে ১০ জন, সাতক্ষীরার একজন, ঢাকার দুইজন, যশোরের দুইজন, নড়াইলের দুইজন, ঝিনাইদহের দুইজন, চুয়াডাঙ্গায় একজন ও টাঙ্গাইলের একজনের করোনা পজিটিভ এসেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন