নেছারাবাদের আতা গ্রামে অর্পিতা মজুমদার নামে গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে শ্বশুরসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার নিহত গৃহবধূ অর্পিতা মজুমদারের পিতা লিটন মজুমদার বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ আসামি অর্পিতার শ্বশুর অবসরপ্রাপ্ত শিক্ষক শৈলেন্দ্রনাথ রায় ও চাচা শ্বশুর অনুপ রায়কে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। নিহত গৃহবধূর স্বামী সবুজ ও অন্য আসামি আত্মগোপন করেছে।
অর্পিতার স্বামী সবুজ রায় বাংলাদেশ উন্নয়ন ভাবনা নামে একটি এনজির আড়ালে ঋণ দানের ব্যবসা পরিচালনা করে আসছে।
অর্পিতার বাবা লিটন মজুমদারের অভিযোগ তার মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। তবে শ্বশুরবাড়ির দাবি পুত্রবধূ বিষপানে আত্মহত্যা করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন