শেরপুরে বিদ্যুৎচালিত মোটরে গোসল করতে গিয়ে শিল্পী বেগম (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সন্ন্যাসীরচর গ্রামে ওই ঘটনা ঘটে। শিল্পী বেগম স্থানীয় মুক্তার আলীর স্ত্রী ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। তিনি ৩ সন্তানের জননী ছিলেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল ৩টার দিকে শিল্পী বেগম বাড়ির পাশে একটি বিদ্যুৎচালিত মোটরে গোসল করতে যান। ওই সময় মোটরটি গৃহবধূর অজান্তে বিদ্যুতায়িত হয়ে পড়ে। গৃহবধূ গোসল শেষে মোটরের টিউবওয়েলে হাত দিলে সেটি আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা. সোহাগ মৃত ঘোষণা করেন। ডা. সোহাগ আরো জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন