শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নোয়াখালীর কবিরহাটে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় গৃহবধূর মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ৭:০২ পিএম

কবিরহাট উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত গৃহবধূ বিবি কুলসুম রিনা (৪৫) উপজেলার ২নং সুন্দলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উত্তর সুন্দলপুর গ্রামের লমি হাজী বাড়ির রফিক উল্যার স্ত্রী।

বুধবার দুপুরে উপজেলার কবিরহাট টু সোনাপুর সড়কের বাড়ি পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে গৃহবধূ রিনা রাস্তা পার হওয়ার সময় কবিরহাট টু সোনাপুর সড়কের বাড়ি পুকুর নামক স্থানে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কবিরহাট থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) নাসরিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করে থানায় এনে রাখা হয়েছে। তবে ড্রাইভার পলাতক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোন লিখিত কোন অভিযোগ করে নি। পরবর্তীতে অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন