নীলফামারী জেলা সংবাদদাতা
নীলফামারীর ডিমলায় গত মঙ্গলবার সন্ধ্যায় মুক্তি পারভীন (২২) নামের এক গৃহবধূকে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে গতকাল বুধবার সকালে ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরণ করেছে। নিহত গৃহবধূর পরিবারের অভিযোগে জানা গেছে, ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের মৃত আব্দুল লতিফের কন্যা মুক্তি পারভিনের সাথে ঝুনাগাছ চাপানি গ্রামের মৃত সহিদার রহমানের পুত্র রফিকুল ইসলামের ২০০৬ সালে বিয়ে হয়। আবু সায়েম (৫) নামে তাদের একটি পুত্র সন্তÍান রয়েছে। বিয়ের পর থেকে শ্বশুড়বাড়ীর লোকজন যৌতুকের জন্য মুক্তি পারভীনকে নির্যাতন করে আসছিল। এ নিয়ে গত মঙ্গলবার আবারও স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিত-ার একপর্যায়ে তাকে বেদম মারপিট করে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় গৃহবধূ মুক্তিকে রংপুর মেডিক্যাল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। শারীরিক নির্যাতনের কারণেই মুক্তির মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করেন। ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানায়, মুক্তিকে অসুস্থ অবস্থায় মঙ্গলবার সকালে জলঢাকা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরের অবস্থার অবনতি হলে বিকালে রংপুর হাসপাতালে স্থানান্তরিত করা হলে রংপুর নেয়ার পথে তার মৃত্যু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন