সউদী আরবের পবিত্র কাবা শরীফের ইমামের ওপর হামলার চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করেছে সউদী নিরাপত্তা বাহিনী। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে সউদী কর্তৃপক্ষ। তবে কী কারণে এবং কী উদ্দেশ্যে হামলার চেষ্টা চালানো হয়, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে, শুক্রবার মসজিদুল হারামে জুমার নামাজের খুতবা দিচ্ছেন ইমাম। এসময় সামনে থেকে এক ব্যক্তি লাঠি নিয়ে ইমামের মেহরাবের দিকে তেড়ে যান। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাকে শক্তহাতে প্রতিহত করেন।
এই ঘটনার পর মক্কা পুলিশ টুইটবার্তায় জানিয়েছে, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল টুইটার পেজে জানিয়েছে, জুমার আগে নামাজের আগে খুতবা দিচ্ছিলেন কাবার ইমাম শেখ বালিলাহ। এ সময় তার দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে যান ইহরাম বাঁধা এক ব্যক্তি। এ সময় নিরাপত্তারক্ষীরা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করে হেফাজতে নেন। সূত্র : আরব নিউজ
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন