সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চলে গেলেন সোলসের ড্রামার সুব্রত বড়ুয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০২১, ২:২৭ পিএম

জনপ্রিয় ব্যান্ড ‘সোলস’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও খ্যাতিমান ড্রামার সুব্রত বড়ুয়া রনি আর নেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানী মিরপুরের ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৬ মে) ভোর ৫টা ১০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডটির লিড গিটারিস্ট ও ভোকালিস্ট পার্থ বড়ুয়া।

ঢাকা থেকে রনির মরদেহ চট্টগ্রামে নেওয়া হচ্ছে। শ্রদ্ধা জানাতে তার মরদেহ চট্টগ্রাম শিল্পকলা একাডেমী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নেওয়া হবে। সেখানে সংস্কৃতিকর্মীরা তাকে শ্রদ্ধা জানাবেন। এরপর নন্দনকানন বৌদ্ধমন্দিরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বিকেলে চান্দগাঁও মহাশ্মশানে রনি শেষকৃত্য হবে বলে জানা গেছে।

সুব্রত বড়ুয়ার বড় ভাই শৈবাল বড়ুয়া বলেন, ‘এক বছর আগে তার ক্যানসার ধরা পড়ে। কিন্তু আজ (বুধবার) ঢাকার ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে না ফেরার দেশে চলে গেছে। এরপর রনির মরদেহ নিয়ে তার সন্তানরা চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন।’

উল্লেখ্য, গত বছর দেশে করোনা আতঙ্ক ছড়ানোর শুরুর দিকে সুব্রত বড়ুয়া রনির ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। তখন থেকে রাজধানী মিরপুরের ডেল্টা হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

এই সংগীত তারকার মৃত্যুতে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

চট্টগ্রামের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ রনি সঙ্গীতের ভুবনে আছেন পাঁচ দশক ধরে। চট্টগ্রামের কয়েকজন গানপাগল তরুণ গঠন করেন গানের দল ‘সুরেলা’। সেই দলের অন্যতম প্রতিষ্ঠাতা সুব্রত বড়ুয়া রনি। সেখানে ড্রাম বাজাতেন তিনি। ১৯৭৪ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে ‘সোলস’ রাখা হয়। তখন সাজেদ ও রনির সঙ্গে যোগ দেন তপন চৌধুরী ও নেওয়াজ। পরবর্তীতে ব্যান্ডে নকিব খান, পিলু খান, আইয়ুব বাচ্চুসহ আরও অনেকে যোগ দিয়েছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন