শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লকডাউন বিধি ভাঙায় শতাধিক বিয়ে ‘অবৈধ’ ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০২১, ৫:৪৫ পিএম

‘শুভ পরিণয়ের’ পরিণতি শুভ নাও হতে পারে মধ্যপ্রদেশে। ‘সৌজন্যে’ লকডাউন বিধি। মহামারির পরিস্থিতির মোকাবিলায় লকডাউন ঘোষণার পরে সমস্ত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছিল সে রাজ্যের সরকার। কিন্তু অভিযোগ, তা অগ্রাহ্য করে গোপনে অন্তত ১৩০টি বিয়ে হয়েছে রাজ্য জুড়ে। এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশ সরকার ওই বিয়েগুলি ‘অবৈধ’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য প্রশাসনের কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, ‘লকডাউন ঘোষণার সময় স্পষ্ট ভাবে জানানো হয়েছিল, মে মাসে কোনও বিয়ে হবে না। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সেই নির্দেশ ভাঙা হয়েছে বলে খবর এসেছে। এই পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, ওই বিয়েগুলি ‘অবৈধ’ ঘোষণা করা হবে।’ তিনি জানান, সরকারি নির্দেশ অমান্যের দায়ে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ওই বিয়েগুলি ‘অবৈধ’ ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলাশাসকদের এ বিষয়ে বার্তা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলার ম্যারেজ রেজিস্ট্রাররা যাতে মে মাসে গাঁটছড়া বাঁধা দম্পতিদের বিয়ের সার্টিফিকেট না দেন, সে বিষয়েও প্রশাসনের তরফে নির্দেশ পাঠানো হয়েছে। সূত্র: হিন্দুস্থান টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন