শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ধামরাইয়ে স্বামী পরিত্যক্ত মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

ধামরাই(ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মে, ২০২১, ১২:৩৯ পিএম

ঢাকার ধামরাইয়ে ফুলবানু নামের এক স্বামী পরিত্যক্ত মহিলার ঝুলন্ত লাশ আজ শুক্রবার সকালে উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত ফুলবানু উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামের মৃত মেন্দু বেপারীর মেয়ে। সে একজন স্বামী পরিত্যাক্তা ছিল।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ফুলবানুর ভাই মোঃ মতিয়ার রহমান মতি এবং তার ভাবী নিলুফা আক্তার এর সাথে পারিবারিক কথা নিয়ে ফুলবানুর ঝগড়া হয় এবং তার ভাই এবং ভাবী দুজন মিলে ফুলবানু(৬০) কে অনেক মারধর করে। পরে এলাকাবাসী এসে তাদের ঝগড়া থামায়। মতিয়ার রহমান ও তার স্ত্রী নিলুফা দু'জনই বোন ফুলবানুর বাড়িতে বসবাস করে। এলাকাবাসী ঝগড়া থামিয়ে দেওয়ার পরদিন সকালে বাড়ির বরই গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

এলাকাবাসী ফুলবানুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ধামরাই থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ফুলবানুর লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ উপ- পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ফুলবানুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন