শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নেত্রকোণায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক আটক

নেত্রকোণা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ২:৩৫ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক আটক করেছে।

নেত্রকোণা ব্যটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া গণমাধ্যমকে জানান, গত শুক্রবার গভীর রাতে নেত্রকোণা জেলা কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের বিওপির একটি টহলদল টহল দিচ্ছিল। এসময় ভারতীয় সীমান্তবর্তি কালাপানি এলাকা দিয়ে কসমেটিক পাচারকালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। তখন চোরাকারবারিরা মালামাল ফেলে রেখে দৌড়ে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।

পরে বিজিবি'র জোয়ানরা পাচারকৃত ভারতীয় কসমেটিক
সামগ্রী জব্দ করে। জব্দককৃত কসমেটিক সামগ্রী যার আনুমানিক মূল্য ১৮,৯১,৫৯৫/-(আঠার লক্ষ একান্নব্বই হাজার পাঁচশত পচান্নব্বই) টাকা। পরে আটককৃত কসমেটিক নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন