শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

এক কলেজের প্রিন্সিপাল অন্যটির সভাপতি!

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার : | প্রকাশের সময় : ৩ জুন, ২০২১, ১২:০০ এএম

কুষ্টিয়ার মিরপুরে একটি কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রিন্সিপালের দায়িত্ব পালন করে আসছেন শাহজাহান আলী। আবার নতুন করে অন্য একটি কলেজের পরিচালনা পরিষদের (ম্যানেজিং কমিটির) সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। ভোট গ্রহণ ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় এই কমিটিকে লিখিত চিঠির মাধ্যমে অনুমোদন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে একটি কলেজের প্রিন্সিপাল পদে দায়িত্ব পালনকারী ব্যক্তি কিভাবে অপর একটি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হতে পারেন এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে ফেসবুকেও তোলপাড় শুরু হয়েছে। একেকজন দিচ্ছেন ভিন্ন ভিন্ন মত।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিমতলা কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন শাহজাহান আলী। নতুন করে মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদ ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। মিরপুর উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক নজরুল করিম বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আমিরুল ইসলাম ছাড়া মিরপুর উপজেলা আর কোনো যোগ্য লোক নেই? কলেজের কয়েকজন শিক্ষকরাই লবিং করে এই কমিটিতে অন্য একটি কলেজের প্রিন্সিপালের নাম প্রস্তাব করার কারণেই এমনটি হয়েছে বলে তিনি মনে করেন। তা না হলে অন্য কলেজের প্রিন্সিপাল এ কলেজ কমিটির সভাপতি হতে পারতেন না। এটা উপজেলাবাসীর জন্য চরম লজ্জার।’
এ বিষয়ে মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আমিরুল ইসলাম বলেন, ‘কয়েকদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চিঠির মাধ্যমে শাহজাহান আলীকে কলেজের সভাপতি করে অনুমোদন দেয়া হয়েছে। ৪ জুন থেকে ১৭ নভেম্বর পর্যন্ত কলেজ কমিটির দায়িত্ব পালন করবেন বলে ওই চিঠিতে বলা হয়েছে। এর বেশি কিছু আমি বলতে পারব না।’
এ বিষয়ে নিমতলা কলেজের প্রিন্সিপাল শাহজাহান আলী বলেন, ‘কয়েকদিন আগেই মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আমিরুল ইসলাম আমাকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন। আমি দীর্ঘদিন ধরে ওই কলেজের শিক্ষানুরাগী সদস্য হিসেবে ছিলাম। তাই জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকেই সভাপতি হিসেবে মনোনীত করেছেন। অনেকেই পক্ষে বিপক্ষে নানান কথা বলছেন এটা আমিও শুনেছি। তবে এতে আমার কিছুই করার নেই।’ মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস বলেন, ‘এ সংক্রান্ত কোনো চিঠি এখনও আমার চোখে পড়েনি।’
উল্লেখ্য, এর আগে মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রি কলেজের সভাপতি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংষদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর পরিচালনা পর্ষদে (গভর্নিং বডি) সভাপতি পদে সংসদ সদস্যরা থাকতে পারবেন না- সরকারি এমন সিদ্ধান্তের পর থেকে এই কলেজের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন