শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

গুগল প্লে স্টোরে এখন ইউএস-বাংলা এয়ারলাইন্স

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০২১, ৭:০৩ পিএম

বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রীদের জন্য গুগল প্লে স্টোরে অ্যানড্রয়েড মোবাইল ব্যবহারকারীগণের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স অ্যাপ প্রবর্তন করেছে। বর্তমানে যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে ইউএস-বাংলা নতুন ও সময়োযোগী অ্যাপটি সকলের জন্য উন্মুক্ত করেছে। শনিবার (জুন ০৫) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গুগল অ্যাপটি প্রবর্তনের মাধ্যমে খুব সহজেই যাত্রীরা মোবাইলে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে তাদের প্রয়োজন অনুযায়ী ইউএস-বাংলার টিকেট সংগ্রহ করতে পারবে। অ্যাপের সুবিধাগুলোর মধ্যে টিকেট মূল্য, সময়সূচী, হলিডে প্যাকেজ, ফ্রিকোয়েন্ট ফ্লায়ারদের স্কাইস্টার প্রোগ্রামের আওতাধীন বিভিন্ন ডিসকাউন্ট সুবিধাসমূহ খুব সহজেই জেনে নিতে পারবে। এছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক টাকা স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো থেকে অর্থ প্রদানের মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর টিকেট, হলিডে প্যাকেজ সংগ্রহ করতে পারবে।

যাত্রীরা প্রয়োজন অনুযায়ী মোবাইল অ্যাপের মাধ্যমে ফ্লাইট চেক-ইন, পছন্দ অনুযায়ী আসন সংগ্রহ, আপনার পছন্দ অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সকল ফ্লাইটের আগমন কিংবা বহির্গমন এর নোটিফিকেশন পাবেন।

স্কাইস্টার গ্রাহকদের টিকেট সুবিধা ব্যতীত লাইফ স্টাইল এর বিভিন্ন সুবিধা সমূহ যেমন ডাইনিং, শপিং, ভ্রমণ, বিনোদন এবং আরো অনেক অনেক সুবিধা সম্পর্কে সকল কিছুর উপস্থিতি পাবেন ইউএস-বাংলার মোবাইল অ্যাপ ব্যবহারের মাধ্যমে।

মোবাইল অ্যাপের মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সাথে সকল ধরনের যোগাযোগ স্থাপন করতে পারবে। সাথে দেশের বাহিরে ভ্রমণে ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত সকল ধরনের প্রয়োজনীয় তথ্য জানার সুযোগও থাকছে নতুন সংযোজিত ইউএস-বাংলার অ্যাপে।

এখানে উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স এর গুগল অ্যাপটি ডাউনলোড করার মাধ্যমে এয়ারলাইন্সটির বহুবিধ সেবা পাওয়ার সুযোগ থাকছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সেবা সম্পর্কে যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন- ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন