খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ইউরোলজি সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। গত মঙ্গলবার সকালে তিনি জরুরি ভাবে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাকালে এ রোগ ধরা পড়ে। এ সময় চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাময়িকভাবে বাসায় থাকার পরামর্শ দেন। এদিকে দ্রুত সময়ের মধ্যে মেয়রের প্রোস্টেট গ্লান্ড অপারেশন করতে হবে বলে ইউরোলজি বিশেষজ্ঞ নাজমুল হক জানিয়েছেন। বিকেলে বাসায় চলে আসেন মেয়র। বাসায় থেকেই আপাতত তিনি চিকিৎসা গ্রহণ করছেন। দ্রুতই তার অপারেশন করা হবে। নিজের সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও নগরবাসীসহ আত্মীয় স্বজন এবং শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন