শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুড়িগ্রামে করোনা সংক্রমন বাড়ছেই ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২১, ৫:৩২ পিএম

সীমান্ত জেলা কুড়িগ্রামে করোনা সংক্রামন বাড়ছে প্রতিদিন। গত ২৪ ঘন্টায় ৮৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৩৭ জনের করোনা সনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ১হাজার ৪শত ১২জন। মৃত্যু হয়েছে ২৭ জনের। সনাক্ত বিবেচনায় সংক্রামনের হার ৪২.৫২ ভাগ।

সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, জনসাধারণের মাঝে স্বাস্থ সচেতনতা না থাকায় করোন সংক্রামনের হার বাড়ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানায়, সংক্রমন বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম পৌরসভার ৩টি ওয়ার্ডে কঠোর বিধিনিষেধ চলছে। সংক্রমন বৃদ্ধি অব্যাহত থাকায় শনিবার বিকেল থেকে পুরো পৌর এলাকায় কঠোর বিধি নিষেধ আরোপের চিন্তা ভাবনা চলছে বলে জানান জেলা প্রশাসক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন