শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শেফালি শাহ’র পরিচালনায় অভিষেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২১, ১২:০১ এএম

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সামডে’ দিয়ে পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে ‘দিল্লি ক্রাইম’ তারকা শেফালি শাহ’র। এই বছর স্টুটগার্টে অনুষ্ঠিতব্য ভারতীয় চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হবে। কোভিড-১৯ প্যানডেমিকের কারণে ২১ থেকে ২৫ জুলাই ভার্চুয়াল ফরম্যাটে এই উৎসব অনুষ্ঠিত হবে। দুই নারীকে নিয়ে চলমান মহামারির পটভূমিতে চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। ‘বিধি একজন ফ্রন্টলাইন কর্মী যে কোভিড-১৯-এ আক্রান্ত হয়। ১৫ দিনের কর্তব্য পালনের পর সে ৭ দিনের কোয়ারেন্টিনে নিজের বাড়িতে ফিরে আসে। কিন্তু ফিরে তার সবচেয়ে প্রিয় যে মা তার থেকে তাকে আলাদা থাকতে হয়; তার মা নিজেই একজন আলঝাইমারের রোগী।’ একটি দরজার এপাশে ওপাশে চলে তাদের কথোপকথন। কথোপকথনের বিষয় অতীত আর ভবিষ্যৎ, তাতে কোনও বর্তমান নেই, চলচ্চিত্রটির বিষয় সংক্ষেপে লেখা হয়েছে। পরিচালক জানান তিনি চলচ্চিত্রটি প্রদর্শনের অপেক্ষায় আছেন। ‘এটি বড় একটি সম্মান, আমি সচেতনভাবেই উৎসবে অংশ নেবার সিদ্ধান্ত নিয়েছি, দেখতে চাই একজন নতুন পরিচালককে সবাই কিভাবে গ্রহণ করে,’ অভিনেত্রী-পরিচালিকা বলেন। এর আগে এপ্রিলে ‘সামডে’ যুক্তরাষ্ট্র চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক শর্ট ফিল্ম ও ভিডিও প্রতিযোগিতায় শর্টলিস্টে স্থান পায়। শেফালিকে সর্বশেষ নেটফ্লিক্সের অ্যান্থলজি ফিল্ম ‘আজিব দাস্তান’-এ দেখা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন